হাদির ওপর হামলাকারী ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন
প্রকাশঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতের দিকে পালিয়ে গেছেন। এ তথ্যের পাশাপাশি তিনি ভারতে একটি সেলফি পাঠিয়েছেন—দাবি করেছেন প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের।
রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ফেসবুকে সায়ের লিখেছেন, হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের পর ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লবের মাধ্যমে একটি ভারতীয় নম্বর পেয়েছে। ওই নম্বর ব্যবহার করে তারা সেলফি পাঠিয়েছে।
সায়ের আরও জানান, যে সকল নম্বরে ছবি পাঠানো হয়েছে, তার একটি ইন্টারসেপ্ট করে ছবিটি পাওয়া গেছে। এই সেলফি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন