পাবনা কারাগারে আটক আওয়ামী লীগ নেতার রাজশাহীতে মৃ*ত্যু
প্রকাশঃ
কার্যক্রম নিষিদ্ধ পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সংগীতশিল্পী প্রলয় চাকী রবিবার (১১ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে প্রলয় চাকীকে আটক করেছিল ডিবি পুলিশ। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য প্রলয় চাকীকে প্রথমে পাবনা সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রবিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন পাবনা জেলা কারাগারের জেল সুপার ওমর ফারুক।

একটি মন্তব্য পোস্ট করুন