দূর্গাপুরের সুদখোর বকুল গ্রেফতার
প্রকাশঃ
রাজশাহী দুর্গাপুরে অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই বকুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। ২১ ডিসেম্বর (রবিবার) রাতে উপজেলার দুর্গাপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। বকুলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে, নাশকতা পরিকল্পনা অভিযোগে মামলা দায়ের হয়েছে।
দুর্গাপুর থানা পুলিশ সুত্রে জানা যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা ভাইস চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী বকুল ইসলাম নিজের প্রভাব ব্যবহার করে এলাকার অসংখ্য মানুষের উপর হামলা, জমি দখল , টেন্ডারবাজী,খাস পুকুর দখল, ব্যাবসা প্রতিষ্ঠান দখল, চোরাই মোটর সাইকেল ব্যাবসা,টিসিবির পন্য চোরাই ভাবে কেনা বেচা,সুদে টাকা দিয়ে ফাকা চেকে স্বাক্ষর নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করতেন। এছাড়াও আওয়ামী লীগের সকল কার্যক্রম এর সক্রিয় অংশগ্রহণ করতেন।
ছাত্র জনতার উপর প্রকাশ্যে হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।আআওয়ামী লীগ পরিবর্তন এর পর কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলেও পুনরায় আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছিলো এমন অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
অপর দিকে তার গ্রেপ্তারের খুশীতে এলাকায় মিস্টি বিতরণ করেছেন এলাকাবাসী।তার খালাতো ভাই আশরাফুল ইসলাম বলেন,
আমার মালিকানা সম্পত্তি জোর পূর্বক দখল করেছিলেন এই আওয়ামী ক্যাডার বকুল ও তার বাহিনী। তার অত্যাচারে নিঃস্ব হয়েছে অসংখ্য পরিবার। আওয়ামী লীগ আমলে বিএনপি, জামাত পরিবার বেছে বেছে নির্যাতন করেছে এই ক্যাডার বকুল ও তার বাহিনী। তিনি আরো বলেন তার মিথ্যে ষড়যন্ত্রে আমি নিজেও হয়রানি হয়েছি।
বকুল আটকের এবিষয়ে দুর্গাপুর থানার ওসি তদন্ত (পরিদর্শক) (তদন্ত) রফিকুল ইসলাম জানান' আমাদের আটকের কার্যক্রম চলমান রয়েছে যারা দুর্গাপুর অসান্ত করতে চাইবে তাকেই আইনের আওতায় আনা হবে।'

একটি মন্তব্য পোস্ট করুন