জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন
প্রকাশঃ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি’র একটি প্রতিনিধি দল।
উল্লেখ্য, নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধের মূল বেদীতে শ্রদ্ধা জানাতে হয়।
পথে পথে জনতার উত্তাল স্রোতে জনাব তারেক রহমানের পক্ষে সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকেল ৫টা ৬মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় ও ড. আব্দুল মঈন খান।

একটি মন্তব্য পোস্ট করুন