Iklan

{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রবার্তার সম্পাদক ও প্রকাশকের শোক

প্রকাশঃ
অ+ অ-


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক রাষ্ট্রবার্তার সম্পাদক রফিকুল ইসলাম ইমন এবং প্রকাশক মুহাম্মদ সামিল খান।
এক শোকবার্তায় রাষ্ট্রবার্তার সম্পাদক রফিকুল ইসলাম ইমন বলেন,
“বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব। দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ রাজনৈতিক নেত্রীকে হারাল।”
তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় রাষ্ট্রবার্তার প্রকাশক মুহাম্মদ সামিল খান বলেন,
“বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। দীর্ঘদিন ধরে তিনি রাষ্ট্র ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদান ইতিহাসে মূল্যায়িত হয়ে থাকবে।”
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।
রাষ্ট্রবার্তা পরিবার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং মহান আল্লাহর কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছে।

একটি মন্তব্য করুন

Rashtro Barta
Rashtro Barta
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন