খালেদা জিয়ার মৃত্যুতে ইজিবাইক শ্রমিকদলের শোকবার্তা
প্রকাশঃ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী মহানগর জাতীয়তাবাদী ইজিবাইক শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হেলালউদ্দীন।
এক যৌথ শোকবার্তায় তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান জাতি চিরকাল স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ একজন শক্তিশালী ও সাহসী নেত্রীকে হারাল।”
শোকবার্তায় আরও বলা হয়, “তার নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রকামী মানুষের আশা-ভরসার প্রতীক।”
নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন তিনি বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।


একটি মন্তব্য পোস্ট করুন