খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীতে বিএনপির দোয়া মাহফিল
প্রকাশঃ
রাজশাহীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী নগরীর বাটারমোড় গণকপাড়া এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মাদরাসার ছাত্রদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশীদ। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-২ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু, রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী মেজর (অব.) শরীফ উদ্দীন আহমেদ এবং রাজশাহী-৩ আসনের বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি।
দোয়া মাহফিলে আরও অংশ নেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জনি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের মানুষের প্রতি তার ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক ও আপসহীন নেত্রী। তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
শেষপর্যায়ে দীর্ঘ মোনাজাতে আল্লাহ তায়ালার কাছে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন