{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

তথ্যপ্রযুক্তি ব্যবসা সম্প্রসারণে বেসিস-কোরিয়া ডেস্ক চালু

প্রকাশঃ
অ+ অ-

 


বাংলাদেশ এবং কোরিয়ার তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার কোম্পানিগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, ব্যবসা, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদার করতে বেসিস-কোরিয়া ডেস্ক গঠন করা হয়েছে। মঙ্গলবার বেসিস অডিটোরিয়ামে বেসিস-কোরিয়া ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠান হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব ড. মো. তৈয়বুর রহমান, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) কান্ট্রি ডিরেক্টর কিম তায়ইয়োং, কোরিয়ান কমিউনিটি ইন বাংলাদেশের চেয়ারম্যান ইউ ইয়ং ওহ, বাংলাদেশ-কোরিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শাহাব উদ্দিন খান ও বেসিস-কোরিয়া ডেস্কের চেয়ারম্যান এডওয়ার্ড কিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসিস সহায়ক কমিটির সদস্য (প্রশাসন) মো. ইমরুল কায়েস পরাগ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির। স্বাগত বক্তব্য দেন বেসিস সহায়ক কমিটির সদস্য ফৌজিয়া নিগার সুলতানা।

বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক বলেন, আমি আশা করি বেসিস-কোরিয়া ডেস্ক কোরিয়ার রপ্তানি বাজারকে আরও সমৃদ্ধ করবে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন