রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামীলীগের লকডাউনের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি
প্রকাশঃ
বর্তমানে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা সারাদেশব্যাপী লকডাউনের বিরুদ্ধে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দল আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর অলোকারমোড়ে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আরেফিন কনক। নেতৃবৃন্দ বলেন, নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বৈরাচারী ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে।
বক্তারা দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন —
“যেকোনো মূল্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।"
নেতারা আরও বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের স্বাধীনতা রক্ষায় স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে।
অবস্থান কর্মসূচিতে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন।
রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, এই কর্মসূচি ছিল প্রতিরোধের সূচনা মাত্র। তারা ঘোষণা দেন, “গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাওয়া হবে না।”

একটি মন্তব্য পোস্ট করুন