রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জনি
প্রকাশঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজশাহী মহানগর শাখার নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরিফুল ইসলাম জনি। সম্প্রতি যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহানগর যুবদলের বর্তমান আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন সম্প্রতি বিএনপির রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক পদে পদায়িত হয়েছেন। তার পদোন্নতির ফলে আহ্বায়ক পদটি শূন্য হওয়ায়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়।
এর আগে, গত ১ নভেম্বর মাহফুজুর রহমান রিটনকে বিএনপির রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় মহানগর যুবদলের নতুন নেতৃত্ব হিসেবে দায়িত্ব নিলেন শরিফুল ইসলাম জনি।

একটি মন্তব্য পোস্ট করুন