Iklan

{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

অনিবন্ধিত বাংলাদেশির পরিচয় যাচাইয়ে ঢাকায় দিল্লির চিঠি

প্রকাশঃ
অ+ অ-


অনিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুততর করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারত । বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানান, বাংলাদেশি নাগরিকদের একটি তালিকা ইতোমধ্যেই ঢাকা পাঠানো হয়েছে এবং এখন পর্যন্ত ২,৩৬০ জনের তথ্য যাচাই অপেক্ষমাণ রয়েছে।

তিনি বলেন, ‘যেসব বিদেশি নাগরিক ভারতে অবৈধভাবে বসবাস করছেন, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছি যেন তারা দ্রুত জাতীয়তা যাচাইয়ের কাজ সম্পন্ন করে’।
দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তালিকাভুক্ত ২,৩৬৯ জন বাংলাদেশি নাগরিকের নাম ও তথ্য নিয়ে একটি চিঠি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ট্রাইবুন ইন্ডিয়া।
সাম্প্রতিক সময়ে ভারতের একাধিক রাজ্যে অনিবন্ধিত বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযান জোরদার করা হয়েছে।

২১ মে উড়িশ্যার আইনমন্ত্রী পৃত্বিরাজ হরিচন্দন জানান, রাজ্য প্রশাসনকে অনিবন্ধিত বাংলাদেশিদের শনাক্ত করে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

১৪ মে রাজস্থানের আইন ও সংসদীয় বিষয়ক মন্ত্রী যোগারাম প্যাটেল জানান, রাজ্যে প্রায় ১,০০০ জন সন্দেহভাজন বাংলাদেশি অভিবাসী বিভিন্ন অঞ্চলে বসবাস করছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
১০ মে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন, সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ রোধে পুশ ব্যাক কৌশল বাস্তবায়ন করা হচ্ছে, যার মাধ্যমে আইনি প্রক্রিয়া ছাড়াই অবৈধ অভিবাসীদের সরাসরি সীমান্তের বাইরে পাঠিয়ে দেওয়া হবে।
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনাও এই অভিযান জোরদারের একটি পটভূমি হয়ে উঠেছে। ভারত সরকার মনে করছে, অবৈধ অভিবাসীদের মধ্যে কিছু উপাদান দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।
কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর বহু ঘটনা ঘটে গেছে ভারত পাকিস্তানের মধ্যে। এবার নতুন করে পাকিস্তানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিনি ঘোষণা দিয়েছেন, ভারতের নিয়ন্ত্রণ রয়েছে, এমন কোনো নদীর পানি পাকিস্তান পাবে না। খবর রয়টার্সের।

১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির আওতায় ভারত থেকে উৎপন্ন তিনটি নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হয় এবং এর ওপর নির্ভর করে দেশটির প্রায় ৮০ শতাংশ কৃষিজমি। গত ২২ এপ্রিল কাশ্মীরে পর্যটকদের ওপর হওয়া ভয়াবহ হামলার পর এ চুক্তি স্থগিতের ঘোষণা দেয় ভারত।

একটি মন্তব্য করুন

Rashtro Barta
Rashtro Barta
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন