{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

২২ সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন, সভাপতি জাকির আহমেদ খান

প্রকাশঃ
অ+ অ-



সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে ২২ সদস্যের জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান।

অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ১৫ অনুযায়ী এই কমিশন প্রজাতন্ত্রের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করবে।

কমিশন প্রথম সভার তারিখ থেকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

🧑‍💼 কমিশনের গঠন:

🔹 সভাপতি (পূর্ণকালীন):

জাকির আহমেদ খান (সাবেক অর্থ সচিব)

🔹 পূর্ণকালীন সদস্য:

ড. মোহাম্মদ আলী খান (সাবেক সচিব)

মো. মোসলেম উদ্দীন (সাবেক হিসাব মহানিয়ন্ত্রক)

মো. ফজলুল করিম (সাবেক রাষ্ট্রদূত)

🔹 খণ্ডকালীন সদস্য:

আহমেদ আতাউল হাকিম (সাবেক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক)

ড. মোহাম্মদ জাহিদ হোসাইন (সাবেক সরকারি কর্মকর্তা)

ড. জিশান আরা আরাফুন্নেসা (সাবেক সচিব)

মেজর জেনারেল (অব.) এ আই এম মোস্তফা রেজা নূর

ড. মো. হাবিবুর রহমান (সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক)

তহমিনা বেগম (সাবেক গ্রেড-১ কর্মকর্তা)

অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার (ঢাকা বিশ্ববিদ্যালয়)

অধ্যাপক ড. মোহাম্মদ সামছুল আলম ভূঁঞা (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়)

অধ্যাপক ড. একেএম মাসুদ (বুয়েট)

অধ্যাপক সৈয়দ আতিকুল হক (সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়)

অধ্যাপক একে এনামুল হক (সাবেক মহাপরিচালক, বিআইডিএস)

🔹 সরকারি ও পেশাজীবী প্রতিনিধি:

সশস্ত্র বাহিনীর একজন প্রতিনিধি (প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত)

আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি

জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের প্রেসিডেন্ট

এফবিসিসিআই (FBCCI)-এর প্রেসিডেন্ট

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (প্রবিধি ও বাস্তবায়ন)

সরকারের সচিব/অতিরিক্ত সচিব পর্যায়ের প্রতিনিধি

📊 বর্তমান বেতন কাঠামোর চিত্র:

বর্তমান পে-স্কেল: ২০১৫ সালের ভিত্তিতে

মোট সরকারি কর্মচারী: প্রায় ১৫ লাখ

বেতন গ্রেড: ২০টি

প্রথম শ্রেণির কর্মকর্তার মূল বেতন: ২২,০০০ টাকা (শুরুর পর্যায়)

সুবিধা: বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য ভাতা

২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ: ৮৪,১১৪ কোটি টাকা (বেতন-ভাতার জন্য)

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন