{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

২-৩ দিনের মধ্যেই ঐতিহাসিক সনদের চূড়ান্ত প্রক্রিয়ায় পৌঁছানোর আশা: ড. আলী রীয়াজ

প্রকাশঃ
অ+ অ-


জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, টানা আলোচনার মাধ্যমে আগামী ২-৩ দিনের মধ্যেই ঐতিহাসিক জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রণয়নে পৌঁছতে যাচ্ছে কমিশন।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত সংলাপের ২০তম দিনে তিনি বলেন, “আপনাদের সহযোগিতায় আমরা একটি ঐতিহাসিক দলিল তৈরির দ্বারপ্রান্তে।”

তিনি জানান, এখন পর্যন্ত ১২টি বিষয়ে ঐকমত্য হয়েছে, যদিও দুটি বিষয়ে ভিন্নমত রয়েছে। “রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারে এসব বিষয়ের নিষ্পত্তি জরুরি,”— বলেন আলী রীয়াজ।

তত্ত্বাবধায়ক কাঠামো, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন— আলোচনায় মূল এজেন্ডা


আলোচনার আলোচ্যসূচিতে ছিল:

সরকারি কর্ম কমিশন

দুর্নীতি দমন কমিশন

মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক

ন্যায়পাল নিয়োগ

সংসদে নারী প্রতিনিধিত্ব

সোমবারের বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামি, গণসংহতি, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ পার্টি-সহ মোট ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সনদের খসড়া প্রেরণ করা হবে এবং অমীমাংসিত বিষয়গুলোর ওপর আলোচনা অব্যাহত থাকবে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন