ওয়াকআউটের পর যা বললেন সালাহউদ্দিন
“দেশে আর যেন স্বৈরাচার বা ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে”— সংবিধান সংশোধনে বিএনপির সহযোগিতা অব্যাহত থাকবে: সালাহউদ্দিন আহমেদ
জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করলেও পরে আলোচনা সভায় ফিরে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশে যেন আর কখনও স্বৈরাচার বা ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই লক্ষ্যে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে।
তবে তিনি সতর্ক করেন, “নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে রাষ্ট্র পরিচালনার ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে।”
সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সংলাপের ২০তম দিনে এ বক্তব্য দেন তিনি।
দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না— গৃহীত হয়েছে বিএনপির প্রস্তাব
সংলাপে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ। এর মধ্যে অন্যতম হলো— কেউ যেন ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকতে না পারেন। তিনি বলেন, “আমাদের এই প্রস্তাবটি গৃহীত হয়েছে।”
আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল নির্বাচন কমিশন গঠনে স্বাধীন সার্চ কমিটি গঠন, যেখানে থাকবে সরকারি দল, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিত্ব। সালাহউদ্দিন জানান, এই প্রস্তাবও ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে।
ড. আলী রিয়াজ: ‘চূড়ান্ত খসড়া এখন নয়’
সংলাপে অংশ নেওয়া বিশিষ্ট গবেষক ড. আলী রিয়াজ বলেন, “আমরা এখন খসড়া নিয়ে কোনো আলোচনায় যাচ্ছি না। বড় ধরনের মৌলিক আপত্তি থাকলে সেটা পরবর্তী ফ্লোর আলোচনায় তোলা হবে। আলাদাভাবে যদি কোনো দল মতামত দেয়, তা সংযুক্ত করেই চূড়ান্ত সনদ তৈরি করা হবে।”
তিনি আরও জানান, “চূড়ান্ত সনদে থাকবে পটভূমি, প্রক্রিয়া ও অংশগ্রহণকারীদের কমিটমেন্ট। তবে এখনই ঐকমত্য হওয়া বিষয়গুলোর তালিকা প্রকাশ করা হচ্ছে না।”
একটি মন্তব্য পোস্ট করুন