{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

রাজশাহীতে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ৩

প্রকাশঃ
অ+ অ-


রাজশাহীর কাদিরগঞ্জে একটি কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় কোচিং সেন্টারের পরিচালকসহ তিনজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১৬ আগস্ট) সকালে শহরের কাদিরগঞ্জ এলাকায় “ডক্টর ইংলিশ” নামের কোচিং সেন্টার ঘিরে এই অভিযান চালানো হয়। আটকরা হলেন— মুনতাসির আলম অনিন্দ্য, মো. রবিন ও মো. ফয়সাল।
আটক মুনতাসির আলম অনিন্দ্য কোচিং সেন্টারটির পরিচালক। তিনি মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম লাটকুর ছেলে এবং আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।
পুলিশ সূত্রে জানা গেছে, অনিন্দ্য পূর্বে হলি আর্টিজান হামলার পর জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে ওই মামলায় তিনি অব্যাহতি পান।
সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে উদ্ধার করা হয়েছে—
৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি
সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ
৬টি দেশীয় অস্ত্র
৭টি বিদেশি ধারালো ডেগার
৫টি উন্নতমানের ওয়াকিটকি সেট
সামরিক মানের জিপিএস
১টি টিজার গান
বিভিন্ন দেশি-বিদেশি কার্টিজ
বিপুলসংখ্যক অব্যবহৃত সিমকার্ড
বিস্ফোরক তৈরির সরঞ্জাম
৬টি কম্পিউটার সেট
নগদ ৭,৪৪৫ টাকা
দেশি-বিদেশি মদ
১১টি নাইট্রোজেন কার্টিজ
বিস্ফোরকগুলো সক্রিয় অবস্থায় থাকায় পরবর্তীতে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে তা নিষ্ক্রিয় করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে এবং অভিযান চলমান রয়েছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন