{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা

প্রকাশঃ
অ+ অ-


আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার নির্বাচনকে ঘিরে বিএনপি আগের তুলনায় ভিন্ন কৌশলে এগোচ্ছে। দলটি তপশিল ঘোষণার আগেই ৩০০ আসনের মধ্যে অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে কেন্দ্র থেকে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট নেতাদের। তারা মাঠপর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করছেন এবং বিভিন্ন সংগঠন থেকে আসনভিত্তিক তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, তরুণদের বেশি সুযোগ দিয়ে প্রার্থী তালিকা তৈরি করা হবে। তবে জোট রাজনীতি বা সমঝোতার কারণে কিছু আসনে প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত পরে নেওয়া হতে পারে। মিত্রদের জন্য কয়েকটি আসন ছেড়ে দেওয়ার বিষয়েও প্রাথমিকভাবে আলোচনা চলছে।

দলের স্থায়ী কমিটির এক সদস্য জানান, এবার মনোনয়ন প্রক্রিয়ায় চমক থাকতে পারে। কিছু আসনে এমন প্রার্থী মনোনীত হবেন, যাদের নাম রাজনৈতিক অঙ্গনে আলোচনায় নেই। আবার অনেকে, যারা দীর্ঘদিন ধরে প্রভাবশালী অবস্থানে আছেন, তারা শেষ পর্যন্ত মনোনয়ন নাও পেতে পারেন।

তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধুমাত্র সৎ, যোগ্য ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীদেরই বেছে নেবেন। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বা যারা মাঠপর্যায়ে অগ্রহণযোগ্য, তারা মনোনয়ন পাবেন না।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন, তপশিল ঘোষণার আগে একক প্রার্থী ঘোষণা করলে আসনভিত্তিক জটিলতা অনেকটাই কমে যাবে। অতীত অভিজ্ঞতা থেকে তারা দেখেছেন, প্রার্থী ঘোষণায় দেরি হলে দ্বন্দ্ব ও গ্রুপিং তৈরি হয়ে ভোটের মাঠে নেতিবাচক প্রভাব পড়ে। তাই এবার ভিন্ন কৌশলে আগে থেকেই অধিকাংশ আসনে প্রার্থী নির্ধারণ করা হচ্ছে।

তাদের আশা, আগাম প্রার্থী ঘোষণার মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীরা নির্ধারিত প্রার্থীর পক্ষে একজোট হয়ে কাজ করবেন এবং জনগণের সঙ্গে দলের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন