রাজপথ ও কারাগারের গন্ডি পেরিয়ে ব্যালটযুদ্ধে নাটোর ৪ এ পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছেন মামুন মজুমদার
প্রকাশঃ
নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন মামুন মজুমদার, জনসেবাকে সামনে রেখে ঘোষণা
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মামুন মজুমদার। দীর্ঘ ১৭ বছরের ছাত্ররাজনীতির অভিজ্ঞতা ও আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে তিনি এবার জনগণের প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিলেন।
মামুন মজুমদার ২০০৪-০৫ সালে শহীদ সানাউল্লাহ নুর বাবু ও আলমগীর হোসেনের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন। তিতুমীর কলেজ ছাত্রদলে থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একাধিক পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলনের মাঠে সক্রিয় থাকার কারণে ৭ বার গ্রেফতার, অর্ধশতাধিক মামলা ও প্রায় দেড় বছর কারাবাসের অভিজ্ঞতা রয়েছে তার। এ প্রসঙ্গে তিনি বলেন— “রিমান্ড, গুমের হুমকি, নির্যাতন—সবই সহ্য করেছি। কিন্তু জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থেকে কখনো পিছপা হইনি।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি নাটোর-৪ আসনের উন্নয়নের জন্য একাধিক পরিকল্পনা তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে:
শিক্ষার হার ১০০% নিশ্চিত করা ও প্রতিটি ইউনিয়নে নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠা।
বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান ও কুটির শিল্পের প্রসার ঘটানো।
বড়াইগ্রাম-গুরুদাসপুরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ।
বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চার লেনে উন্নীত করা।
নারীদের মাস্টার্স পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও বাল্যবিবাহ কঠোরভাবে দমন।
সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা প্রদান।
গ্যাস সংযোগ, রেললাইন সম্প্রসারণ ও প্রতিটি ঘরে অন্তত একটি সরকারি চাকরির সুযোগ সৃষ্টি।
তিনি বলেন, “বড়াইগ্রাম-গুরুদাসপুরের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। এই অঞ্চলকে আমি একটি মডেল অঞ্চলে রূপ দিতে চাই। শিক্ষা, কৃষি, কর্মসংস্থান ও যোগাযোগব্যবস্থার উন্নয়নই হবে আমার অঙ্গীকার।”
দলীয় সূত্রে জানা গেছে, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে মামুন মজুমদারকে সামনে আনতে চায় বিএনপি। আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা ও ত্যাগী রাজনীতিক হিসেবে স্থানীয়দের কাছে ইতিমধ্যেই তিনি আলোচনায় এসেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন