রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে মানববন্ধন
প্রকাশঃ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার মান উন্নয়ন, খাবারের মান উন্নয়ন, বহির্বিভাগে দালালমুক্ত সিস্টেমসহ বেশ কিছু যৌক্তিক দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল গেটে এ মানববন্ধনের আয়োজন করে রাজশাহী সচেতন নাগরিক সমাজ।
মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালের চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনা আরও উন্নত করতে হবে। বিশেষ করে বহির্বিভাগে রোগীদের ভোগান্তি কমাতে দালালমুক্ত সেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হাসপাতালে খাবারের মানোন্নয়ন, রোগীদের জন্য সঠিক পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবির প্রতি গুরুত্ব আরোপ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
বক্তারা আরও বলেন, হাসপাতালের ভেতরে-বাইরে সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনতে হবে। সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন