রাজশাহীতে দূর্গোৎসব উপলক্ষে বিএনপির শৃঙ্খলা কমিটি গঠনের আলোচনা সভা
প্রকাশঃ
প্রতি বছরের মতো আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে রাজশাহী মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শৃঙ্খলা কমিটি করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নগর বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিসে এ আলোচনা সভা হয়। সভায় দুর্গোৎসব চলাকালে সর্বস্তরের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে গঠনমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্গোৎসব বাঙালি সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী উৎসব। এ উৎসবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ জাতীয় সম্প্রীতির প্রতীক। এসময় তারা উৎসবকে ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকলে সতর্ক থাকার আহ্বান জানান।
সভায় বিএনপির মহানগর ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন