রাজশাহী-নজিপুর রুটের পদ্মা পরিবহনের ভয়াবহ সড়ক দুর্ঘটনা
প্রকাশঃ
রাজশাহীর নওহাটায় পদ্মা পরিবহনের একটি বাস মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বাসটি নজিপুর থেকে দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে আসে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসের ভেতরে এখনো অনেক মরদেহ আটকে রয়েছে। উদ্ধারকাজ চালানো হলেও পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক। স্থানীয়রা ধারণা করছেন, বাসটিতে নজিপুরের অনেক যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন।
একটি মন্তব্য পোস্ট করুন