রাকসুর ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী ছাত্রদল নেতা মিঠু
“আমি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদেই আছি। সেই অবস্থান থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে এবং সিনেট প্রতিনিধি পদে মনোনয়নপত্র জমা দিয়েছি। পদত্যাগে
প্রকাশঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু। রোববার বিকেলে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। একই সঙ্গে তিনি সিনেট ছাত্র প্রতিনিধি পদেও প্রার্থী হয়েছেন।
এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাকসু নির্বাচনে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্রদল। শীর্ষ পদে আলোচনায় থাকলেও ঘোষিত প্যানেলে জায়গা না পেয়ে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন মিঠু।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, প্যানেল ঘোষণার আগে থেকেই ভিপি পদে মিঠুর নাম আলোচনায় ছিল। তবে ঘোষণার সময় তিনি ও তাঁর সমর্থকরা উপস্থিত ছিলেন না। এ নিয়ে ক্যাম্পাসে গুঞ্জন ওঠে, তিনি নাকি ছাত্রদলের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি বিষয়টি নাকচ করেছেন।
এ বিষয়ে মাহমুদুল মিঠু বলেন,
“আমি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদেই আছি। সেই অবস্থান থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে এবং সিনেট প্রতিনিধি পদে মনোনয়নপত্র জমা দিয়েছি। পদত্যাগের বিষয়টি সম্পূর্ণ অভ্যন্তরীণ, এ বিষয়ে সঠিক তথ্য দল থেকেই জানা যাবে।”
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন,
“মিঠু আমাদের পরীক্ষিত ছাত্রনেতা। আমাদের হাত ধরেই তাঁর রাজনীতির শুরু। আমরা আশা করছি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন। এখন পর্যন্ত তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি।”
ঘোষিত প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি শেখ নূর উদ্দিন আবির। জিএস পদে রয়েছেন দপ্তর সম্পাদক নাফিউল জীবন এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা। প্যানেলের ঘোষণা দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।
#রাকসু
একটি মন্তব্য পোস্ট করুন