{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

অসুস্থ হয়ে পড়েছেন তারেক রহমান

প্রকাশঃ
অ+ অ-


তারেক রহমান অসুস্থ, ওমরাহ সফর বাতিল।
শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশের এক সাক্ষাৎপ্রার্থীর সঙ্গে মাস্ক পরে দেখা গেছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে।

সূত্র জানায়, চলতি মাসের ২০ তারিখে তারেক রহমান সপরিবারে লন্ডন ত্যাগ করে ওমরাহ পালনের পরিকল্পনা করেছিলেন। ভিসা, টিকেটসহ সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে তিনি ওমরাহ সফর বাতিলের সিদ্ধান্ত নেন।

প্রাথমিক পরিকল্পনা ছিল, নভেম্বরের তৃতীয় সপ্তাহে দেশে ফেরার। কিন্তু বর্তমানে তিনি চান, দেশে ফেরার সময় তা দ্বিতীয় সপ্তাহে এগিয়ে আনবেন। নির্বাচনের আগে পুরো তিন মাস প্রচারণার কাজে অংশ নিতে ইচ্ছুক তিনি।

এখনও স্পষ্ট নয়, দেশে ফেরার পথে তিনি ওমরাহ করে ফিরবেন কিনা। তবে দেশে ফেরার জন্য তার শেষ মুহূর্তের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন