{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

সকালে টাইগার তোপে কুপোকাত নিউজিল্যান্ড, লক্ষ্য আড়াইশ’র কম

প্রকাশঃ
অ+ অ-

 


গুনেগুনে ১৪ ওভার টিকল নিউজিল্যান্ড এ দল। সকালেই হারাল হাতে রাখা ৫ উইকেট। রান আসল ৪১টি। চারদিনের টেস্টের শেষদিনের সকালটা তাতেই বগলধাবা করে নেয় বাংলাদেশ এ দল। বড় রানের স্বপ্ন দেখা কিউইরা বাধা পড়ে অল্পতে। আড়াইশ’র কম রানের লক্ষ্যে ভালো শুরুও পেয়েছে নুরুল হাসান সোহান ব্রিগেড।


কিউইদের বিপক্ষে চারদিনের টেস্ট জিততে ২৪৬ রান করতে হবে টাইগারদের। সকালে হাসান মুরাদ ও নাঈম হাসানের স্পিন ঘূর্ণিতে কুপোকাত ব্ল্যাক ক্যাপসরা আজ থেমেছে ২৫৭ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ রান তুলে নিয়েছে বাংলাদেশ। হারিয়েছে ১ উইকেট।

লাক্কাতুরা চা বাগান ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এরআগে নাঈম-মুরাদের ঘূর্ণির তোপ। আগের দিনের সেঞ্চুরিয়ান নিক কেলি থেমেছেন ১২২ রানে। শেষদিকে বাকিদের কেউও পারেনি হাল ধরতে। ডিন ফক্সক্রোফটের ২১ রানে আজ স্কোরবোর্ডে আড়াইশ রান ছাড়ায় সফরকারীরা। ১৮ রান করেছেন মিচেল হে। আগের দিনে জিমি কার্টারের ৫৮ রান বাদে বাকিদের কেউ পারেনি দুই অঙ্ক ছুঁতে।

বড় লিডের স্বপ্ন দেখা কিউইরা সকালের সেশনেই পড়ে স্পিন ঘূর্ণিতে। হাসান মুরাদ পেয়েছেন ফাইফারের দেখা। টাইগার স্পিনার ৬১ রান খরচায় ভুগিয়েছেন কিউইদের। চারটি শিকার নাঈমের। বাকি একটি প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া পেসার খালেদ আহমেদের। বোলারদের দারুণ নৈপূণ্যেই আড়াইশ রানের কম লক্ষ্য পেয়েছেন নুরুলরা। এবার ব্যাটারদের পালা।

বড় লক্ষ্যে ভালো শুরু পেলেও সেটি ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ১৭ রানের মাথায় হারিয়ে বসেছে এনামুল হকের উইকেট। ৮ বলে ১৬ রান করা এনামুল ফিরেছেন ক্লার্কসনের বলে মিচেলকে ক্যাচ দিয়ে। এখন পর্যন্ত দলকে টানছেন জাকির হাসান (১৪) ও মাহমুদুল হাসান জয়। জিততে বাংলাদেশের প্রয়োজন আরও ২০৮ রান। কিউইদের দরকার টাইগারদের আর নয়টি উইকেট।

একটি মন্তব্য করুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন