{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

ভারতকে হারিয়েই শিরোপা জিততে হবে বাংলাদেশকে

প্রকাশঃ
অ+ অ-

 


শিরোপা থেকে মাত্র এক জয় দূরে বাংলাদেশের যুবারা। শুক্রবার সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা। রোববার শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত।

শুক্রবার দিনের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ৩-০ গোলে মালদ্বীপকে হারায়। তাতেই কাটে শিরোপার টিকিট। টানা তিন জয়ে ফাইনালের মঞ্চে এসেছে স্বাগতিকরা। অপরাজিত থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশও। তবে তিন ম্যাচে দলের জয় দুটি, একটি ড্র।

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব খোঁজার মঞ্চে শুক্রবার নেপালকে সহজেই হারায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। ম্যাচের ৭৩ মিনিটে হেড করে জাল কাঁপান আশিকুর। এর মিনিট সাতেক পর ফয়সালের গোল।

শেষদিকে নেপাল একটি গোল শোধ দিলে ম্যাচে উত্তাপ বাড়ে। তবে এক গোলের লিড ধরে রেখে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় ছোটনের দল। অপর সেমিতে স্বাগতিক ভারতের কাছে পাত্তা পায়নি নেপাল। 

স্বাগতিকদের বিপক্ষে শেষের লড়াইয়ে সর্বোচ্চটা করতে চান ছোটন। শিষ্যদের তেমন মন্ত্রই শুনিয়েছেন বাংলাদেশের কোচ, ‘গ্রুপ পর্বে আমরা ভারত-নেপাল ম্যাচ দেখেছিলাম এবং সে অনুযায়ী পরিকল্পনা করেছিলাম। সেটা ছেলেরা বাস্তবায়ন করতে পেরেছে। ফাইনালে দক্ষিণ এশিয়ায় সবসময় থাকে ভারত দল। আশা করি অরুনাচলের দর্শকরা ভালো ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ফাইনাল দেখবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামব।’

একটি মন্তব্য করুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন