{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

ফলাফল বর্জনের ঘোষণা দিলেন যে দুই ভিপি প্রার্থী

প্রকাশঃ
অ+ অ-


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল বর্জনের ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতের দিকে ফেসবুক পোস্টে তারা এ ঘোষণা দেন।

আবিদুল ইসলাম লিখেছেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছিলাম। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নেওয়া হয়েছে। এই প্রহসন আমি প্রত্যাখ্যান করছি।”

অন্যদিকে উমামা ফাতেমা লিখেছেন, “বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে নতুন করে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন।”

এর আগে রাত পৌনে ২টা থেকে হলে হলে আলাদা করে ফলাফল ঘোষণা শুরু হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা যায়, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) পান ৭০৭৬ ভোট, আর আবিদুল ইসলাম খান পান ১৭৮৯ ভোট।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন